নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার চালাকচর একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে একটি ঐতিহ্যবাহি বড় বাজার অবস্থিত। এখানে বহু পুরাতন যুগশ্রেষ্ঠ চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান। নরসিংদী জেলায় চালাকচর একটি উন্নত, সুবিশাল প্রশিদ্ধ এলাকা হলেও বিগত দিনে এখানে কোন কলেজ প্রতিষ্ঠিত হয়নি। অতীতে বেশ কয়েকবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও ব্যক্তিগত দ্বন্দের কারণে এবং জমি দান অবকাঠামো নির্মাণ ও অন্যান্য ব্যয় বহন করার জটিলতার কারণে কেউ কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসেননি।
চালাকচর একটি ঐতিহ্যবাহী এলাকা হওয়া স্বত্বেও কলেজ প্রতিষ্ঠিত না হওয়ায় অবশেষে আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী একটি কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। দীর্ঘদিন প্রচেষ্টার পর বর্তমান সাংসদ জনাব এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় তাঁর সার্বিক সহায়তায় কলেজটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়। এতে এলাকার গরীব শিক্ষার্থীরা স্বল্প খরচে অধ্যয়নের সযোগ পাচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন পর্যায়ের উচ্চ শিক্ষা ও কর্মজীবনের সুযোগ গ্রহণ করছে।
আমরা আশা করি প্রতিষ্ঠানটি দিন দিন এলাকার মানুষের কল্যান বয়ে আনবে।
মোঃ নাজমুল হক
প্রতিষ্ঠাতা ও সভাপতি
আইডিয়েল বি.এম.কলেজ
মোবা. ০১৭১৫০২২৬৪৩