একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়মে অন-লাইনে কলেজ পছন্দ করে আবেদন করতে হবে। আবেদনের পর কলেজে ভর্তির জন্য মনোনীত হলে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি হতে হবে। অথবা প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে ভর্তির আবেদন করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অন-লাইনে আবেদন করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করবে।
ভর্তির সময় উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে-
০১। এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র।
০২। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
০৩। জন্ম নিবন্ধনের ফটোকপি।
০৪। পিতা-মাতার আইডি কার্ডের স্পষ্ট ফটোকপি A4 সাইজের কাগজে।
০৫। পিতা-মাতার অবর্তমানে অভিভাবকের আইডি কার্ডের স্পষ্ট ফটোকপি A4 সাইজের কাগজে।